Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সাড়ে ৫ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার সরকার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:০২, ১৮ অক্টোবর ২০২১

সাড়ে ৫ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার সরকার

সামরিক অভ্যুত্থানের পর জান্তাবিরোধী বিক্ষোভের কারণে আটককৃত ৫ হাজার ৬৩৬ জন বন্দিকে মুক্তি দেবে মিয়ানমার। চলতি অক্টোবর মাসেই এসব বন্দিকে মুক্তি দেওয়া হবে। আজ ১৮ অক্টোবর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই ঘোষণা দেওয়া হয়েছে। 

মিয়ানমারের সামরিক জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লেইং জানিয়েছেন, এসব বন্দিদের মুক্তি দেওয়া হবে থাডিংয়্যুট উৎসব উপলক্ষে। চলতি বছরের ১ ফেব্রয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। 

রক্তপাতহীন এই অভ্যুত্থানে নেতৃত্ব দেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লেইং। অং সান সুচি ও তার দল এনএলডির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বর্তমানে গৃহবন্দি বা কারাবন্দি অবস্থায় আছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ