Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper
জ্যামাইকা মুসলিম সেন্টারের নতুন কমিটি

জ্যামাইকা মুসলিম সেন্টারের নতুন কমিটি

নিউইয়র্কে বাংলাদেশী মুসলিম কমিউনিটির সর্ববৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টার -জেএমসি। প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য প্রতি দু’বছর অন্তর একটি কার্যনির্বাহী কমিটি ও ট্রাস্টি বোর্ড গঠন করা হয়ে থাকে। ২০২৪-২০২৫ বর্ষের জন্য গঠিত হয়েছে নতুন কমিটি। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে নতুন কার্যনির্বাহী কমিটি ও ট্রাস্টি বোর্ডের কর্মকর্তাদের নাম। নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট হয়েছেন ডা: মোহাম্মদ মাহমুদুর রহমান তুহিন এবং পুনরায় সেক্রেটারী নির্বাচিত হয়েছেন আফতাব মান্নান।

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩, ২০:৩৪

বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল প্রবাসী শেরপুর জেলা সমিতি’র বনভোজন

বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল প্রবাসী শেরপুর জেলা সমিতি’র বনভোজন

নিউ ইয়র্ক  সিটি’র অদূরে  আপস্টেট  হাডসনে এক মনোমুগ্ধকর  ছায়া ঘেরা প্রাকৃতিক পরিবেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া’র মধ্য দিয়ে , “ক্রটন পয়েন্ট পার্কে “ গত ৯ ই জুলাই শের আলী গাজী’র পদধন্য প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএ ইন্ক -এর   উদ্দেগে জমজমাট আয়োজনে বাষির্ক বনভোজন সম্পন্ন হয়েছে ।

বুধবার, ১২ জুলাই ২০২৩, ০২:১৫

নিউইয়র্কের রাজধানী আলবেনীতে একদিন

নিউইয়র্কের রাজধানী আলবেনীতে একদিন

গতকাল ২৩ মে ২০২৩ মংগলবার ছিল Legislative Day অর্থাৎ এইদিন বিভিন্ন কমিউনিটির লোকজন তাদের অধিকার কিংবা দাবীদাওয়া New York State Assembly and New York State Senateদের কাছে নিয়ে যায় এবং তাদের পক্ষে একজন এসেম্বেলী ম্যান  এসেম্বলীর অধিবেশনে বিল আকারে উহ্থাপন করেন। একইভাবে সিনেট অধিবেশনে ও একজন সিনেটর বিল আকারে উহ্থাপন করেন।যা পূর্বেই নির্ধারিত থাকে।

বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ০২:৩৩

অভিবাসীদের স্থায়ী বসবাসের মেয়াদ ৪৮ মাস বৃদ্ধি

অভিবাসীদের স্থায়ী বসবাসের মেয়াদ ৪৮ মাস বৃদ্ধি

বিয়ের মাধ্যমে গ্রিনকার্ড পেয়েছেন- এমন অভিবাসীদের জন্য মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ চলতি বছরের জানুয়ারি মাসে একটি পরিবর্তন ঘোষণা করেছে। যারা ফর্ম আই-৭৫১ সঠিকভাবে ফাইল করেছেন তাদের জন্য এটি টঝঈওঝ কর্তৃক গ্রীন কার্ডের বৈধতার একটি সম্প্রসারণ। আই-৭৫১ ফর্ম হলো মেয়াদ শেষ হওয়ার তারিখ থেকে ৪৮ মাসের জন্য রেসিডেন্সির শর্তগুলো সরানোর আবেদন।

শনিবার, ৪ মার্চ ২০২৩, ১৩:১৮

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ‘এক বছর আগেই’ আবেদন
যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ‘এক বছর আগেই’ আবেদন

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বলেছে, একাডেমিক মেয়াদ শুরু হওয়ার এক বছর আগে আন্তর্জাতিক শিক্ষার্থীরা ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে তাঁরা প্রোগ্রাম শুরু হওয়ার ৩০ দিনের আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।

শনিবার, ৪ মার্চ ২০২৩, ১৩:১৫

ক্যানসার আক্রান্ত প্রেসিডেন্ট জো বাইডেন
ক্যানসার আক্রান্ত প্রেসিডেন্ট জো বাইডেন

ক্যানসারে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার ত্বকে ক্যানসার শনাক্ত হয়েছে। এরই মধ্যে ক্যানসার আক্রান্ত টিস্যুগুলো সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক কেভিন ও’কনর। খবর রয়টার্সের।

শনিবার, ৪ মার্চ ২০২৩, ১৩:১৪

আলভানকে জন্মদিনের শুভেচ্ছা

আলভানকে জন্মদিনের শুভেচ্ছা

শীতের সন্ধ্যা। সমুদ্রতীরবর্তী হাইওয়ে বেল্ট পার্কওয়ের রাস্তায় যানজটে  জোনাকির আলোর মতো জ্বলছে গাড়ির লাইট, সেই ট্রাফিক ভেদ করে সেন্ট আলবান্স থেকে ওজনপার্কে যাচ্ছি। স্ত্রী-সন্তান ছাড়াও সঙ্গে আরও দুই গুণীজন, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান এবং নটরডেম কলেজের সাবেক অধ্যাপক হুসনে আরা বেগম ; উদ্দেশ্য, সদ্য কৈশোরউত্তীর্ণ একটি ছেলের জন্মদিন উদযাপনে অংশ নেওয়া।

শুক্রবার, ৩ মার্চ ২০২৩, ২০:২৮

মুনা’র কনভেনশন ২০২৩ এর আগষ্টে

মুনা’র কনভেনশন ২০২৩ এর আগষ্টে

মুসলিম উম্মাহ নর্থ অফ আমেরিকা (মুনা)’র কনভেনশন আগামী ১৮, ১৯ ও ২০ আগষ্ট ২০২৩ ফিলাডেলফিয়ার পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। করোনাকালীন পরিস্থিতির কারনে ৩ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গত ৫ ডিসেম্বর সোমবার কুইন্সের জ্যাকসন হাইটস্থ নবান্ন রেষ্টুরেন্টে আয়েজিত এক সংবাদ সম্মেলনে মুনা’র ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী লিখিত বক্তব্যে এ ঘোষণা দেন। এ সময় মুনা’র অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মজলিশ শুরা সদস্য আব্দুল্লাহ আল আরিফ, ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশীদ ও মজলিশ শুরা সদস্য এম এম মাওলা সুজন। সংবাদ সম্মেলন পরিচালনা করেন মুনা নিউইর্য়ক নর্থ জোন সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল আরিফ ও বিভিন্ন প্রশ্নের জবাব দেন মুনা ন্যাশানাল প্রেসিডেন্ট হারুন অর রশীদ।

মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২, ১৯:০৬

নিউইয়র্কে যুগ্মসচিব বদরুল হক সংবর্ধিত

নিউইয়র্কে যুগ্মসচিব বদরুল হক সংবর্ধিত

সিলেটের কৃতি সন্তান, বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ বদরুল হকের আমেরিকা সফর উপলক্ষে নিউইয়র্কে "ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা,নিউইয়র্ক" এর পক্ষ থেকে  সংবর্ধনা দেওয়া হয়েছে। গত সোমবার (২ রা আগস্ট) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে স্থানীয় সময় রাত সাড়ে দশটায় এ সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের প্রেসিডেন্ট মাওলানা রশীদ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল জামিল আনছারীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফাউন্ডেশনের সহকারী কোষাধ্যক্ষ হাফিজ মাওলানা কামিল আহমদ। 

সোমবার, ৮ আগস্ট ২০২২, ০০:৪২

আইগ্লোবাল পাল্টে বিশ্ববিদ্যালয়ের নাম হলো ডব্লিউইউএসটি

আইগ্লোবাল পাল্টে বিশ্ববিদ্যালয়ের নাম হলো ডব্লিউইউএসটি

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াস্থ ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটি-আইজিইউ`র এখন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি- ডব্লিউইউএসটি হিসেবে নতুন নামকরণ করা হয়েছে। শুক্রবার (৬ মে) এই পরিবর্তনের কথা জানিয়ে প্রেস স্টেটমেন্ট দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট ড. হাসান কে বার্ক। তিনি জানিয়েছেন, নামের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের লোগোতেও পরিবর্তন আনা হয়েছে। বিবৃতিতে প্রেসিডেন্ট বার্ক জানান, ভার্জিনিয়ার হায়ার এডুকেশন কাউন্সিল- এসসিএইচইভি`র সনদপ্রাপ্ত এবং অ্যাক্রেডিটেটিং কমিশন অব ক্যারিয়ার স্কুল অ্যান্ড কলেজেস (এসিসিএসসি) থেকে অ্যাক্রেডিটেড বিশ্ববিদ্যালয়টি এখন থেকে নতুন নামেই পরিচিত হবে।

শনিবার, ৭ মে ২০২২, ২০:৫০

নিউইয়র্ক সফরে সিসিমপুরের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম

নিউইয়র্ক সফরে সিসিমপুরের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম

আমেরিকার জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসেমি স্ট্রিটের বাংলাদেশি সংস্করণ সিসিমপুর। যা বাংলাদেশি শিশুদের মাঝে তুমুল জনপ্রিয় এবং অভিভাবদের কাছে সমান সমাদৃত। সিসিমপুর ১৭ বছর ধরে আনন্দ এবং বিনোদনের মাধ্যমে বাংলাদেশের শিশুদের বিকাশে ভূমিকা রেখে চলেছে। সম্প্রতি সিসিমপুর বাংলাদেশে তার পথচলার ১৮ বছরে পা দিয়েছে।

শুক্রবার, ৬ মে ২০২২, ০১:৪৩

বাংলা প্রেস ক্লাব অব মিশিগানের আহ্বায়ক কমিটি গঠন

বাংলা প্রেস ক্লাব অব মিশিগানের আহ্বায়ক কমিটি গঠন

বাংলা প্রেস ক্লাব অব মিশিগানকে গতিশীল করার লক্ষ্যে নয়া আহবায়ক কমিটি গঠন শাহেদ হক আহবায়ক এবং শামীম আহসান সদস্য সচিব বাংলা প্রেসক্লাব অব মিশিগানকে গতিশীল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত বাংলা মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে  বাংলা প্রেস ক্লাব অব মিশিগান-এর নয়া আহবায়ক কমিটি গঠন করা  হয়েছে। গত ১২ মার্চ, শনিবার বিকালে বাংলা টাউন খ্যাত হ্যামট্রামিক শহরের বাংলাদেশ এভিনিউস্থ কাবাব হাউজ মিলনায়তনে এ কমিটি ঘোষণা করা হয়। 

সোমবার, ১৪ মার্চ ২০২২, ২২:৫৫

মুক্তধারা নিউ ইয়র্ক এর বইমেলার যুক্ত হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়

মুক্তধারা নিউ ইয়র্ক এর বইমেলার যুক্ত হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়

বাংলাদেশের লেখক ও প্রকাশকদের নিউ ইয়র্ক বইমেলায় যোগ দেয়ার আহ্বান জানিয়ে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, আগামীতে বহির্বিশে^ বাংলা বইমেলার প্রসার ঘটাতে মুক্তধারা নিউ ইয়র্ক এর আয়োজিত বই মেলার সঙ্গে যুক্ত হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বাংলা একাডেমিতে আয়োজিত ‘বহির্বিশ্বে বাংলা বইমেলা ও মুক্তধারা নিউ ইয়র্ক’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:১৫

আইজিইউর ইতিহাসে সফলতম কোয়ার্টার, ধারা অব্যাহত রাখার আহ্বান

আইজিইউর ইতিহাসে সফলতম কোয়ার্টার, ধারা অব্যাহত রাখার আহ্বান

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় আইগ্লোবাল বিশ্ববিদ্যালয়- আইজিইউ এ বছরেরর উইন্টার সিমেস্টারে তার ইতিহাসের সবচেয়ে সফল কোযার্টার শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক বলেছেন, এই কোয়ার্টারে নতুন শিক্ষার্থী ভর্তির সংখ্যা এত বেশি, যা প্রত্যাশারও বাইরে ছিলো। 

মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৫

সর্বশেষ

পাঠকপ্রিয়