নিউইয়র্কে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে জ্যামাইকা মুসলিম সেন্টার-জেএমসির উদ্যোগে থমাস এডিশন হাইস্কুলের খেলার মাঠে। এতে সর্বস্তরের ১০ থেকে ১২ হাজার মানুষ অংশ নেন। ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসানও।
নামাজ পড়তে গিয়ে তিনি বিব্রত পরিস্থিতির শিকার হয়েছেন। নামাজ শুরুর আগে জেএমসির পক্ষ থেকে তাকে পরিচয় এবং কিছু বলার অনুরোধ করতেই কতিপয় মুসল্লী ‘ভুয়া ভুয়া’ বলে হৈচৈ শুরু করে এবং কেউ কেউ তার সাথে সেলফি তুলতে গেলে সাকিব বিব্রতবোধ করেন।
উদ্ভুত পরিস্থিতে তিনি আর বক্তব্য রাখার সুযোগ পাননি। পরে তিনি ঈদের নামাজ শেষে বিশেষ মুনাজাতের সময় দ্রুত ঈদের মাঠ ত্যাগ করে চলে যান। এসময় কেউ কেউ তার পিছু নেয় এবং ‘ভুয়া ভুয়া’ ধ্বনি তুলতে থাকে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।