Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সম্মাননা দেবে চয়ন সাহিত্য ক্লাব

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৯, ১৭ এপ্রিল ২০২৪

আপডেট: ২২:৪১, ১৭ এপ্রিল ২০২৪

প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সম্মাননা দেবে চয়ন সাহিত্য ক্লাব

ঘটা করে পালিত হতে যাচ্ছে চয়ন সাহিত্য ক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং চয়ন ও দশদিগন্ত সাহিত্য ম্যাগাজিনের ৩২ বছর পূর্তি। এ উপলক্ষে আগামী ১৯ এপ্রিল শুক্রবার বিকেল ৩টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বরাবরের মতোই গুণীজন স্বর্ণপদক ও সম্মাননা প্রদান করা হবে। থাকছে চয়ন প্রকাশন থেকে প্রকাশিত লিলি হক সম্পাদিত ‘অশোক তলে বৃষ্টি হলে’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব। এছাড়া আলোচনা, কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। চয়ন প্রকাশনের প্রকাশক ও বিশিষ্ট কবি লিলি হক অনুষ্ঠানটিতে উপস্থিত হতে সাহিত্যানুরাগীদের সাদর আমন্ত্রণ জানিয়েছেন।  

অনুষ্ঠানের উদ্বোধন করবেন জাতীয় জাদুঘর ট্রাস্টি বোর্ডের সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রাবন্ধিক ও একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক হাসনাত আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বরেণ্য শিশু সাহিত্যিক কাইজার চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চয়ন সাহিত্য ম্যাগাজিনের সম্পাদক কবি লিলি হক। উপস্থাপনা করবেন তরুণ কথাশিল্পী ওয়াসীম হক।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ