Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সিটি হল থেকে সম্মাননা পেল মুনা সোশ্যাল সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৮, ২১ এপ্রিল ২০২৪

সিটি হল থেকে সম্মাননা পেল মুনা সোশ্যাল সার্ভিস

সামাজিক এবং চ্যারিটি কাজের জন্য মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা তথা মুনার অংগ প্রতিষ্ঠান মুনা সোশ্যাল সার্ভিসকে নিউইয়র্ক সিটি কাউন্সিলের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে।

বিশেষকরে মহামারী করোনার সময়ে থেকে এখন পর্যন্ত দুস্থ ও অসহায় পরিবারগুলোর মধ্যে খাবার বিতরণের জন্য এই সম্মাননা তুলে দেওয়া হয়। ১৮ এপ্রিল সিটি হলে আয়োজিত ঈদ সেলিব্রেশনের ফাঁকে এই সম্মাননা গ্রহণ করেন মুনা সোশ্যাল সার্ভিসের সভাপতি আবদুল্লাহ আরিফ।

প্রোক্লেমেশন প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউইয়র্ক সিটি কাউন্সিলের বাংলাদেশি বংশদ্ভুত সদস্য শাহানা হানিফ। এ সময় মুনার সোশ্যাল অ্যাক্টিভিডি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন মুনা সোশ্যাল সার্ভিসের অপারেশনস অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর ডা. জাহাঙ্গীর কবির।

উপস্থিত ছিলেন মুনা চিলড্রেন-এর পরিচালক আলেয়া বেগম সুমি এবং ইয়াং সিস্টার অব মুনার সহকারী পরিচালক আকতার পলি। অনুষ্ঠানে মুনা বিভিন্ন পর্যায়ের শিশুরা উপস্থিত ছিল। তারা সবাইকে কোরআন তেলাওয়াত এবং ইসলামি গেয়ে শোনায়।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ