Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper
খালি পেটে অ্যাপল সাইডার ভিনেগার খাওয়া যাবে কি?
খালি পেটে অ্যাপল সাইডার ভিনেগার খাওয়া যাবে কি?

কমিউনিটি নিউজ নেটওয়ার্ক চ্যানেল ৭৮৬ এর স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক বিশেষ আয়োজন "মাই ডক্টর" এ অতিথি হয়ে এসেছিলেন বোর্ড সার্টিফাইড ইন্টারনাল মেডিসিন এর বিশিষ্ট চিকিৎসক মোহাম্মদ রহমান। দর্শকদের পাঠানো নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি-  কিডনি পাথর সমস্যার অপারেশন ছাড়া কি সমাধান রয়েছে? (মাইদা হক, ব্রংক্স) ডা. মোহাম্মদ রহমানঃ কিডনি পাথর সমস্যায় সব সময় যে অপারেশন করতেই হয় বিষয়টি তেমন নয়। পাথর যদি বেশি বড় হয়, একাধিক হয় কিংবা যদি সেটা কিডনি থেকে মূত্রনালিতে পৌঁছে যায় তাহলে অপারেশন করতেই হয়। কিন্তু যদি ছোট হয় সেক্ষেত্রে বেশি বেশি ভিটামিন সি খেলে,পানি বেশি খেলে অনেক সময় ইউরিনের সাথে বেরিয়ে আসে।