Channel786 is a Community News Network
মসজিদ-মাদরাসা প্রাঙ্গণে আলহাজ জোবেদা বেগমের কবর
মসজিদ-মাদরাসা প্রাঙ্গণে আলহাজ জোবেদা বেগমের কবর

আলহাজ জোবেদা বেগম। প্রচারের আড়ালে থাকা একজন মহিয়সী নারী, আদর্শ মা, একজন রত্নগর্ভা। ভাষাসৈনিক আলহাজ মো. ওসমান আলীর সহধর্মিণী। কবি লিলি হকের মতো বরেণ্য মানুষের জন্মদাত্রী। তার অন্য সন্তানরা সবাই দেশ-বিদেশে সুপরিচিত এবং সুশিক্ষিত। এই মহিয়সী নারীর আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে চ্যানেল-৭৮৬ এর মুখোমুখি হয়ে স্মৃতির ঝাঁপি খুলে বসেছেন কবি লিলি হক। মায়ের জন্ম থেকে মৃত্যু অবধি নানা বৃত্তান্তের পাশাপাশি জানিয়েছেন মাকে নিয়ে তার স্বপ্নের কথা। জানিয়েছেন- জোবেদা বেগমের বেড়ে ওঠা, ধর্মচর্চা, সততা, অসাম্প্রদায়িকতাসহ নানা কিছু-