
ঘুমাতে গেলেই ঘুম ভেঙ্গে যায়
বেইমান স্নায়ুকোষগুলো বৈদ্যুতিক সংকেতের ব্যাঘাত ঘটাতেই
অনুভূতিগুলো প্রতিবন্ধকতায় ডুবে যায়
ফিতা কৃমির লার্ভায় স্নায়ুর সুতোগুলো
কামড়ে ছিড়ে নেয়-কুকুর।
ঘুমাতে গেলেই ঘুম ভেঙ্গে যায়
মনে পড়ে আমার কথা, আমাদের কথা
বিছানার চাদরে পড়ে থাকা শূন্যতা
এক হাজার দুইশত নয়বার শুষ্ক ঠোঁট
ছুঁয়ে যাওয়া ভাঙ্গা কাপটায় কথা
নিভৃত সাধনে অসংখ্যবার হৃদয়ে
রক্তক্ষরণের কথা।
অসহ্য ইনসোমনিয়াতে লেডি গাগা,
জর্জ ক্লোনি
পোকারা তাদেরও রেখেছে মনে
জন্মের গা ঘেঁষে পড়ে থাকা জন্ম-
সবটুকু নিয়ে যায়
মধ্যরাত
ঘুমুতে গেলেই কেবল ঘুম ভেঙ্গে যায়।
সম্পাদনা : আশরাফ হাসান