Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কাউন্সিল নির্বাচনে আবারও প্রার্থী হলেন শাহানা হানিফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫১, ১৫ মে ২০২৫

কাউন্সিল নির্বাচনে আবারও প্রার্থী হলেন শাহানা হানিফ

নিউইয়র্ক সিটির কাউন্সিল নির্বাচনে আবারও প্রার্থী হয়েছেন কাউন্সিল সদস্য শাহানা হানিফ। পার্ক স্লোপ, উইন্ডসোর টেরেস, বোয়েরাম হিল ও ক্যারল গার্ডেনসসহ বিস্তীর্ণ এলাকাজুড়ে গঠিত ৩৯ নম্বর জেলায় দ্বিতীয় মেয়াদের জন্য লড়ছেন এই বাংলাদেশি-মার্কিন রাজনীতিক।

২০২১ সালে নির্বাচিত হয়ে ইতিহাস গড়া শাহানা হানিফ নিউইয়র্ক সিটি কাউন্সিলে নির্বাচিত প্রথম মুসলিম নারী। তিনি অভিবাসী ও প্রগতিশীল মূল্যবোধ নিয়ে যাত্রা শুরু করে প্রথম মেয়াদেই নজর কেড়েছেন।

এ বছরের নির্বাচনে শাহানা হানিফ মুখোমুখি হতে যাচ্ছেন শক্ত প্রতিদ্বন্দ্বিতার। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন মায়া কর্নবার্গ। যিনি ব্রেনান সেন্টার ফর জাস্টিসের একজন গবেষক এবং ইহুদি বংশোদ্ভূত।

গাজায় ইসরায়েলি হামলা নিয়ে হানিফের কণ্ঠস্বর এবং তার সমর্থনে অনুষ্ঠিত বিভিন্ন বিক্ষোভে অংশগ্রহণ তাকে রাজনৈতিকভাবে বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে।

প্রসঙ্গত, সিটির কাউন্সিল নির্বাচনে আগাম ভোট শুরু হবে ১৪ জুন এবং মূল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৪ জুন। এই নির্বাচনে র‍্যাঙ্কড চয়েস ভোটিং প্রথা কার্যকর থাকবে। যার ফলে ভোটাররা একাধিক পছন্দক্রমে প্রার্থী নির্বাচন করতে পারবেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ