Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

জ্যামাইকায় ইলহাম একাডেমিতে আকর্ষণীয় সামার ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০২, ১৫ মে ২০২৫

জ্যামাইকায় ইলহাম একাডেমিতে আকর্ষণীয় সামার ক্যাম্প

আকর্ষণীয় সামার অফারের ঘোষণা দিয়েছে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির নামকরা দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ইলহাম একাডেমি। জ্যামাইকায় অবস্থিত প্রতিষ্ঠানটির এই সামার অফারে থাকছে তিনটি দারুণ সুযোগ।

সেগুলো হলো—গ্রীষ্মকালীন ক্যাম্প, গ্রীষ্মকালীন মকতাব এবং গ্রীষ্মকালীন হিফজ। রেজিস্ট্রেশনের সুযোগ থাকছে আগামী ৩১ মে পর্যন্ত। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে রেজিস্ট্রেশন করা হচ্ছে। ক্লাস চলবে জুলাই ও আগস্ট—এই দুই মাস।

সোম থেকে বৃহস্পতি—সপ্তাহের এই ৪ দিন ক্লাস চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।

সামার ক্যাম্পের কার্যক্রমের মধ্যে রয়েছে—ইসলামিক স্টাডিজ, কোরআন, আরবি, ইসলামি সঙ্গীত, শরীরচর্চা, নামাজ শেখা ও ফিল্ড ট্রিপ। এছাড়া মক্তব প্রোগ্রামে আরবি ভাষার প্রাথমিক শিক্ষা দেওয়া হবে। কোরআন মুখস্ত করা বা ঝালিয়ে নিতে রয়েছে সামার হিফজ।  


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ