Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বাবাকে নিয়ে তিনটি কবিতা

লিলি হক

প্রকাশিত: ০১:২৭, ২১ জুন ২০২৩

বাবাকে নিয়ে তিনটি কবিতা

[কবি লিলি হকের বাবা ভাষাসৈনিক শাহ সুফী মো. ওসমান আলী। তার ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নিবেদন...]

 

বাবার কণ্ঠ

শিশির ভেজা কুসুম ছায়ায়,
আদর দিলে গভীর মায়ায়।

শিউলি ফুলের গন্ধ বুকে,
বাবার কোলে ছিলাম সুখে।

ধান উঠোনে মাদুর পেতে,      
সাত সকালে, খাবার খেতে।

বাবার কণ্ঠ আজও বাজে,
সকাল, দুপুর, বিকেল, সাঁজে।

 

জুড়ায় পরাণ

সাত পুরুষের ভিটেমাটি,
বাবার কাছে, সোনার চেয়ে খাটি।
তাইতো দেখি জল, জমি, জন,
এই তিনে তৃপ্ত ছিল মন।

নিজেইতো স্বচ্ছ জলধারা,
সৌম্যকান্তি, আজন্ম সাহসী,
বুদ্ধিদীপ্ত চেহারা, পাশে
বইছে উত্তাল নদী মগড়া।

লাউ,কুমড়ো সারি সারি
নারকেল, পেয়ারা, সুপারী।
মেহগনি, তেজপাতা, বাঁশঝাড়
বাবার সাজানো বাগান
অবসরে ছুটে যাই, জুড়ায় পরাণ।  
জুড়ায় পরাণ |

 

বাবার কোমল হাত 

জোছনা ছিল বাবার ভীষণ প্রিয় 
বাজিতপুরের কামিনী ফোটা রাতে 
আমার হাত তাঁর কোমল হাতে 
কত কথা হতো যে তাঁর সাথে |

স্মৃতিগুলো আজও অনেক রঙিন 
বাবা তুমি কোথায় গেলে চলে 
কানে বাজে কণ্ঠ সুমধুর 
পূর্ণিমা রাত তোমার কথাই বলে |

সংবাদটি শেয়ার করুনঃ