Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আমার কল্পনা  এবং আমি

মূল: জিল টেইট, ভাষান্তর: আশরাফ হাসান

প্রকাশিত: ২২:২২, ১১ নভেম্বর ২০২২

আমার কল্পনা  এবং আমি

অনুবাদ কবিতা

এমন অসম্ভব বর্ণনাতীত পরাবাস্তবতা কী হতে পারে 
যা কেবল আমিই দেখতে পারি
বিপুল উৎপীড়ন, যন্ত্রণা, অস্পৃশ্য মোহময়তায়।
দীর্ঘ অসহ্য অনুভূতির মানসিকতা 
মুক্তি কামনায়।

আমার কল্পনা ও আমার ভিতরে মায়াবি বিভ্রান্তি।
অনাগত সময় জুড়ে আমি আঁকড়ে ধরি আমার কলম,
কিন্তু এখন আমার চিন্তাশক্তিকে অবসর দেওয়া উচিত নয়
যেভাবে আগেও ছিল না।

একটি পরিপূর্ণ মায়াচ্ছন্ন বিভ্রম কেবল দীর্ঘ থেকে দীর্ঘতর হয়
লন্ডনের 'বিগ বেন'-এর মতো আমার কর্ণকুহরে
ঘন্টাধ্বনির চাদর বিছিয়ে দিচ্ছে।
মূলত আমার সত্তা এবং আমি রঙ্গময় নই
যখন অন্তর্গত আমি খানিক দিগবিভ্রম হই
সর্পিল ঘূর্ণাবর্তে অতি অভ্যস্ত
আমার মস্তিষ্কে কল্পনা এবং আমি এক বিবর্ণ ক্ষত।

সংবাদটি শেয়ার করুনঃ