Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের ফলোআপ সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৬, ১৫ মে ২০২৫

বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের ফলোআপ সভা

বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মে জ‍্যামাইকার মেজ্জান রেস্টুরেন্টে সোসাইটির সাবেক কর্মকর্তাদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আয়োজন কমিটির আহ্বায়ক ডা. ওয়াদুদ ভুঁইয়া এবং পরিচালনা করেন সদস্য সচিব বাবুল চৌধুরী ও প্রধান সমন্বয়ক মোহাম্মদ জামান তপন।

সাবেক কর্মকর্তারা বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তি উদযাপনের পরামর্শ দেন। তারা বলেন, বর্তমান কমিটি যদি আমন্ত্রণ করে এবং সহযোগিতা চায়, তাহলে সাবেক কর্মকর্তারা সহযোগিতা করতে প্রস্তুত।

সভায় জানানো হয়, সোসাইটির সাবেক কর্মকর্তারা যদি শুধু নিজেদের জন‍্য আনন্দমেলা বা মিলনমেলা করতে চায়, তাহলে সেটা কোনো কনফ্লিক্ট করবে না। সমস্যা তৈরি করে বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্র।

সেখানে সোসাইটির সদস‍্যদের নিয়ে পুনর্মিলনী করার কথা থাকলেও শুধু সাবেক কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠান করার কথা বলা নেই। তাছাড়া সোসাইটির কিছু সাবেক কর্মকর্তা বর্তমানে সোসাইটির সদস্য নন।

অনেকে ক্ষোভের সাথে বলেন, এ বছর বাংলাদেশ সোসাইটি একটা বাংলাদেশ ডে প‍্যারেড করলো অথচ সেখানে অধিকাংশ সাবেক কর্মকর্তাদের ডাকা হয়নি। বিনা আমন্ত্রণে যে দু’চারজন উপস্থিত ছিলেন তাদের সম্মান দেয়া হয়নি।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ