যখন তুমি পূরণ করো কূপন
প্রকাশ করো গোপন
আসলে সুফসলের আশায়
নতুন চারা রোপন।
যখন যখন তুমি নতুন কিছু দেখো
চাইলে কিছু শেখো
নতুন পাওয়ার আনন্দকে
মধুর করে রেখো।
হঠাৎ যদি বিপদ নেমে আসে
শ্রাবণের বর্ষাধারা অগ্রহায়ণ মাসে
বেরিয়ে যেতে বাধ্য হলে তুমি
এগিয়ে যেতে হবে সাহস ও বিশ্বাসে।
সম্পাদনা : আশরাফ হাসান