Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

দুটি কবিতা

শাকিল কালাম

প্রকাশিত: ২০:৩৯, ২ সেপ্টেম্বর ২০২২

দুটি কবিতা

স্বৈরিণী 

তিনি আজ বড়ো আনমনা
কদিন দানাপানি তুলেননি মুখে 
চারদিকে কোলাহল তার খবরে 
বুকের পাঁজর ভেঙ্গে  যাচ্ছে তার
বিশ্বাসের গোলাপে নেই বনিবনা। 

রাহুগ্রস্ত তার চাঁদ, বৈরী সময় খুব 
নৃত্যের তালে বাজে আজ
ছন্দ পতনের নিদারুণ ঝংকার। 

 

ন্যাপকিন 

সুবাসিত ন্যাপকিন এখন বাতাসে উড়ে বেড়ায় 
শকুনি আমার শরীরে মারে থাবা জোরসে
পুড়ে খাঁক হয়ে যায় অঙ্গ-প্রত্যঙ্গ বারবার
ক্রিম-লোশন, ট্যাবলেট- ক্যাপসুল আর সিরাপ
কোন কিছুতেই সারছে না জ্বালা আর ব্যথা
গোয়েবলসীয় প্রেমে বিভোর এক আজব পাখি
আবেগে-আবেশে অস্থির  -  টইটম্বুর 
শুধু একটাই কথা; ন্যাপকিনটা আমারই চাই
কী যাদু ওখানে লুকিয়ে আছে?

সংবাদটি শেয়ার করুনঃ