Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কবিতা আত্মার চিহ্ন

শরিফুজ্জামান পল

প্রকাশিত: ২০:৪৫, ২৭ মে ২০২২

কবিতা আত্মার চিহ্ন

কবিতা আমার বাসস্থান স্বপ্নঘর আশা-আকাঙ্ক্ষার আশ্রয়স্থল
নতুন ঠিকানায় নতুন বাসর
রংবেরঙের হাজারো অগোছালো শব্দ।
কবিতায়‌ কাঁদি,কবিতায় হাসি 
কবিতা ‌মরি,আবার জন্ম‌ নেই
কবিতায় বজ্রকন্ঠে আওয়াজ তুলি বিদ্রোহ করি, সংগ্রাম করি।
কবিতা,আধার রাতে চাঁদের আলো
বৃষ্টির জল,নদীর স্রোত,সৃষ্টির মাতা
সযত্নে লালন করে  স্বপ্ন চিন্তা-দর্শন
পথহারা পথিকের পথ দুই ভুবনের ছাতা।
ভালোবাসা দীর্ঘ বেদনা যতনে 
কবিতার প্রাণে সঁপে দিয়ে,
মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াই আকাশে
কবিতা মোর আত্মার চিহ্ন
কবিতায় জন্মে আমি হলাম যে ধন্য

সংবাদটি শেয়ার করুনঃ