Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কবর ফলক 

বদর চৌধুরী

প্রকাশিত: ২০:৪১, ২৭ মে ২০২২

কবর ফলক 

মৃত্যুর প্রথম পরিপূর্ণতা হতে আজ অবধি অনায়াসে
ঝড়ে কিংবা নিরবে ঝরে গেছে যতগুলো পাতা
জাগতিক আলো আঁধারির বসবাসে
কি রুপে কয়টি প্রাণ ছুঁয়ে আছে সেই শোকগাঁথা ! 
যে সব প্রাণের 'পরে হাসি ছুঁয়ে আছে অবিরাম 
যে সব প্রাণ চুকিয়ে দিয়েছে নিশ্চয়তার দাম
যে সব  প্রাণের 'পরে অহমিকা ছুঁয়েছে শীর্ষতা
যে সব প্রাণ মিটিয়ে নিয়েছে সকল পারগতা
সে সব প্রাণে নিঃশ্বাস ঘেঁষে আছে অনিশ্চয়তা,
পলকেই ঘুমের বৃষ্টিতে জড়াবে চোখের পাতা। 

আঁকতে পারা যায় জলের বুকে ইচ্ছেমত রেখা
কিন্তু সে ও এক প্রকারের প্রহেলিকা ! 
স্পর্শ তুলে নিলে সব ফাঁকা 
আঁকা চিহ্নটি কভু আর যায়না দেখা। 

চিরতরে কেউ চলে গেলে কদিন থাকে শোক 
হাতের চেটো দিয়ে মুছে নিতে হয় নিজ দু'চোখ, 
এ ভালবাসার এক মস্ত বড় ফাঁকি,
চিরকাল কেউ কভু বেঁচে থাকে নাকি ! 
অস্তিত্বের থাকেনা চমক
থাকে শুধু কবর ফলক! 

সংবাদটি শেয়ার করুনঃ