নিসর্গের জমিনের আনন্দ পাঠ হয়
প্রতিস্থাপনের চেষ্টায় জীবনমুখী অগ্নিশিখার
উৎসবে চলে অনন্তর ফিকির ,
সুখফুল পৃথিবীর চারুকলা প্রদর্শনীতে
স্নিগ্ধতা ছড়ায় বিপরীত জীবনের সমস্তক্ষণ
চিত্রায়িত ভূমির সুবিনীত অস্তিত্বের নির্মাণতলায় ।
এখানেও আছে অযোগ্যের বিচ্ছিন্ন মগজের কোষ
সলিল সমাধির কুটিল জঙ্গলের নিবেদন খেলা
অতলে হারিয়ে যাওয়া বাওন নুন খেয়েও
করতে জানে না গুণের সমীক্ষা
অনর্থক আবিষ্কার বন্ধিত্বের প্রতিমায় বিসর্জন দেয় সংকুচিত দৃষ্টির বেরসিক উন্মাদনায়।
ওরা অকৃতজ্ঞ
অযোগ্যের সহযাত্রী
বিলি করে ঘৃণিতের ছক,
মানসিক বিপর্যস্ত
বিবর্ণের বিষাদ উচ্চারণ আর
বেদনার নেমপ্লেটে খই ফোঁটায়
মরুভূমির ধু ধু রোদ্দুরে..
বেকুব চলে গেলে সৃষ্টিরা স্বস্তির নিশ্বাসে ফিরে
অহেতুক বেখুব মজে -অন্তঃসারশূন্য অভ্যর্থনায়
ক্লেদাক্ত অনাচারে যেখানে অতিষ্ঠ নগ্নতার নগর
সেখানে ব্যাক্তিক আড়ালে বপন করে কার্পণ্যের বীজ
খেয়ানতদারি দালালের নির্লজ্জ মিথ্যের রাবিশ বন্ধনা