Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মধুলুব্ধ ছায়ার আস্তিন

আলম মাহবুব

প্রকাশিত: ১৯:৪২, ২৭ মে ২০২২

মধুলুব্ধ ছায়ার আস্তিন

আলপথ দিয়ে যাচ্ছিলাম—
বসন্ত আসবেই শীত কাঁথা সরিয়ে।

মনে আছে
কোথাও পায়ের শব্দ ঝড় তুলেছিলো
জানালার ওপাশে ভীড় করে থাকা
মেঘের পাহাড় গুড়িয়ে
আলো ফেলেছিলো আঙিনায়
ইতিহাসের রক্ত নদী লিখেছে লাল অক্ষরে।

ছায়ালেখা কাব্যের দরোজায়
লিখেছি পাহাড়ের গান,
তারপরে হেঁটে গেছি পাথুরে রাস্তায়
আমাদের পাগুলো অস্থির পদবিক্ষেপে
কাঁপিয়ে দিয়েছে মধুলুব্ধ ছায়ার আস্তিন।

সংবাদটি শেয়ার করুনঃ