Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বিষাদের বুকে চাই চাঁদের ঝিলিক

মামুন সুলতান

প্রকাশিত: ১৯:৩৬, ২৭ মে ২০২২

বিষাদের বুকে চাই চাঁদের ঝিলিক

তোমার অবহেলায় মন হয়েছে নিকষ-সন্ধ্যা-ছাই
বিষাদ নেমেছে চোখে রাত্রির বেশভূষায়
তোমার চুলের মতো কালোমেঘ দাঁড়িয়ে আছে আমার কল্প-পথের জারুল ছায়ায়

সময় গড়িয়ে গেলে অবহেলা জিউল মাছের মত হল্লা করে 
আমি কবি তাই বুঝি তোমার অন্তর-ভাষা
গহীন কপাট খুলে আমি যেতে পারি তোমার অন্দরে
যে কথা কইবার চাই
সে কথা তুমি জ্বালিয়ে দাও সন্ধ্যার উনুনে

নেবুপাতার গন্ধের মতো টের পাই কালো-হেলাঘ্রাণ
মাটির মাণিক্য মুই মান্দার ভাবো কেন
কণ্টক মাখি না গায়ে মখমল হৃদয় পালি
মায়ার মূরতি পুষি জমিনে কাঁচাহলুদ প্রেম

আশ্বিনে আদর দেবো বিনোদ-বিন্দাস হয়ে
কবিতার চাঁপাফুলে রাঙিয়ে দেবো দক্ষিণ-দুয়ার
উত্তর-বসন্তেও ফুটবে লালগোলাপের সূর্য

আমার সন্ধ্যা মাড়িয়ে চাঁদের মতোন করো দুইঠোঁট
একটা ঝিলিক দিয়ে শুধু বলে যাও ভালোবাসি।

সংবাদটি শেয়ার করুনঃ