Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

যদি হারিয়ে যাই

মোশাররফ হোসেন সুজাত

প্রকাশিত: ২১:১০, ৮ এপ্রিল ২০২২

যদি হারিয়ে যাই

যদি হারিয়ে যাই নক্ষত্রের ভীড়ে
তুই কি কখনো নীলিমার পথে হাঁটতে যাবি?
ক্লান্ত হবে কি আমায় খুঁজে? দহনে পুড়ে ছাই হবে,
না উত্তাল সাগরের ঊর্মিমালায় ভাসবি?
যখন পাবিনা খুঁজে অবনী বুকে!
কালান্তরের অরণ্যে আমাকে খুঁজতে যাবি?
বেলাশেষে জ্যোৎস্নার জলে চোখ ভিজাবে
নাকি নিশুতিতে জায়নামাজে নোনাজলে সিক্ত হবি?

জানি কিচ্ছু করবিনা...
সময়ের স্মৃতিপথে কতক্ষণ ঘোরাঘুরি 
কম্পিউটারে জমে থাকা ফাইলগুলো নাড়ানাড়ি
সাথে ভোজনসভায় পুণ্য হাসিলের শ্রাদ্ধকার্য
এসব নিয়েই ধারাবাহিক পথ চলবি!
মাঝে মাঝে আবেগের সমীরণে ফুঁপিয়ে কাঁদবি 
মায়াকান্না নিয়ে ফেবুতে কিছু লিখবে 
আর পুরোনো ডাইরিটা বুকে জড়িয়ে
অহেতুক স্বর্গের খুঁজে করবি উদভ্রম ওড়াওড়ি...

কোথাও পাবিনা রে তুই আমায়!
হয়তো ভোরের সিক্তশিশিরে
তারাদের ভীড়ে কোনো এক শুকতারায়...
নয় সদ্য ফোটা শাপলা শালুক
আর আঁকাবাকা নদী তটে  
পাবি কোনো এতিম শিশুর অবয়বে।

সংবাদটি শেয়ার করুনঃ