
যেন কার জাগ্নার মধ্যে ঘুমায়া আছি
নয় তো ঘুমের মধ্যে জাইগা আছে চোখ
আর চাইরোদিকে নিরাকের মৌসুম লাগছে
কোথাও কেউ নাই, গাছের একটা পাতা পর্যন্ত নড়তেছে না
যেন নীল আসমানের নিচে আঁজলাভরা ফোরাতের পানি কিন্তু চোখ পড়তেই টকটকা লোউ -
তখন টাসকি খাওয়া বড় বড় চোখ তখন আসমান লোউ
অনচিনা এই কাল যেন জন্মের বহু আগে কেউ টের পাইছিল -
টানতে টানতে এইখানে আইসা কেউ আবার টের পাইছে - ঘাড় ত্যাঁড়াদের জন্য কোনো মালিশ নাই
ঘাউরাদের জন্য হেদায়েত নাই কোনো
ইতিহাসও তা দেখায়া দিছে -
নূহ নবীর পোলা কিনান বাপের উপদেশ শোনে নাই - সেও দেখছে ঘাউরামির শেষ পরিণাম
দুনিয়াও দেখছে আর দেখার আউলিতে যে চোখ সেইখানে আসল দৃশ্যগুলি ক্যামেরাবন্দি হয় -
যদি জানত!
সেইখানে গহিন কূয়ায় সব দাগের রং কালো নয় তো সাদা
জানত যদি!
মউত খিলছাড়া একখান দরজা
আর দরজার ওইপারে মউতহীন তামাম দুনিয়া
যদি জানত!