
স্বাধীনতা খুঁজে পাই শিশুর হাসিতে
স্বাধীনতা খুঁজে পাই রাখালের বাঁশিতে,
স্বাধীনতা খুঁজে পাই মুক্ত আকাশে
স্বাধীনতা খুঁজে পাই মুক্ত বাতাসে।
স্বাধীনতা খুঁজে পাই রঙধনুর সাত রঙে
স্বাধীনতা খুঁজে পাই নতুনকুঁড়ির নানা ঢঙ্গে,
স্বাধীনতা খুঁজে পাই পাখিদের গুঞ্জনে
স্বাধীনতা খুঁজে পাই ছড়া কবিতা গানে।
স্বাধীনতা খুঁজে পাই নকশীকাঁথায়
স্বাধীনতা খুঁজে পাই মুক্ত ভাষায়,
স্বাধীনতা খুঁজে পাই মুজিবের কবিতায়
স্বাধীনতা খুঁজে পাই উড়ন্ত পতাকায়।