Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

একটি অজর কবিতা

সালেহীন সাজু

প্রকাশিত: ০৯:৫৯, ১৯ মার্চ ২০২২

একটি অজর কবিতা

পৃথিবী  ধ্বংসের  ঠিক  আগ  মুহূর্তে 
আমাকে যদি বলা হয়—লিখে রেখো ঐ শ্বেত পাথরে
তোমাদের সেরা অর্জন-জাতি হিসেবে,
মহাকালের নৌকায়-পূর্বজন্মের শুধু এইটুকুই রবে
বাদ বাকি সব মুছে যাবে মহাপ্রলয়ে,

আমি সেই শ্বেত পাথরের গায়ে খোদাই করে
এঁকে দিবো একটি হিমালয়তুল্য তর্জনী আর
বজ্রকন্ঠে  উচ্চারিত  সেই  অজর  কবিতা
যার প্রতিটি শব্দে, লক্ষ প্রাণের তাজা রক্তে লিখা আছে
বাঙালী জাতির শ্রেষ্ঠ অর্জন-‘স্বাধীনতা’!

সংবাদটি শেয়ার করুনঃ