Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আমার উদ্বাস্তু জীবন

মামুন সুলতান

প্রকাশিত: ০৯:৫৪, ১৮ ডিসেম্বর ২০২১

আমার উদ্বাস্তু জীবন

জন্ম থেকেই উদ্বাস্তু 
জলে ও স্থলে কোথাও রাখিনি ঠিকানা
যোগাযোগের ভরসা ওই আকাশটুকুই
ওইখানে নীল অক্ষরে  দ্যাখো লেখা আছে 'ডাকবাক্স'

পায়ের তলায় একটা রেলস্টেশন সবসময় থাকে
শহর ছাড়িয়ে গ্রামে কখনো ধানখেতের পাশে বাড়ি
কাদামাটির উঠোনে বিছিয়ে দিই সোনার জীবন

জীবনের কোনো দাম নেই মূলত
হাওয়ায় যেখানে জীবন ঘোরে তার কোনো স্থাণু নেই
কামনা বাসনা স্বপ্ন কেবল কথার কথা
কেবল বেঁচে থাকার মিথ্যা আশ্বাস 

আমার কোনও গ্রাম নেই শহর নেই 
নাকের নিঃশ্বাসে আছে আমার অস্তিত্ব
তাই নাক নির্ভরতা খুব বেড়ে গেছে আজকাল

বাবার কাছে কোনও সম্পত্তির দাবি নেই
হাতে পায়ে ধরে সাড়ে তিন হাত জমি নিয়েছি
এখানেই শেষ হবে আমার উদ্বাস্তু জীবন
এখানেই লিখে যাবো আমার নিঃশব্দ এপিটাফ

ঠিকানা চাইলে এইটুকু দিতে পারি প্রিয়তমা
এই পথে কখনও এলে
আমার জন্য জপে যেয়ো মক্তবের মুখস্ত আয়াত।

[শিল্প-সাহিত্য সম্পাদনা: আশরাফ হাসান]

সংবাদটি শেয়ার করুনঃ