Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আমরা এখন স্বাধীন মানুষ

মৃধা আলাউদ্দিন

প্রকাশিত: ০৯:৫১, ১৮ ডিসেম্বর ২০২১

আমরা এখন স্বাধীন মানুষ

জাম-জামরুল, আম্রবনে সব হয়েছে চুপ 
দোয়েল-শ্যামা, চড়ুই-শালিক- হাঁসেরা দেয় ডুব।
গুলির ভয়ে নদী হারায় ঢেউ তোলা সব তান
পাখিরা আজ গাইতে ভোলে আমার দেশের গান।
 
আকাশেও মেঘ জমেছে- কোথাও নেই আলো
আমার দেশে সবখানে আজ হয়েনাদের কালো।
মুখের ভাষা কেড়ে নিতে পাকিরা দেয় থাবা
কোথায় গেলি দামাল ছেলে, আয়রে তোরা বাবা!

ফুটল গুলি ঠা ঠা করে, রক্তে হলো নদী
মায়ের চোখে, বাবার চোখে কান্না নিরবধি।
দেশের মানুষ-আম জনতার সবার ভেজা চোখ
হৃদয়েতে কষ্ট শুধু, সবখানে আজ শোক।

তবুও মানুষ যায়নি দমে জয় করেছে দেশ
আমরা এখন স্বাধীন মানুষ আহা কি বেশ বেশ!

[শিল্প-সাহিত্য সম্পাদনা: আশরাফ হাসান]

সংবাদটি শেয়ার করুনঃ