
নদী ধুয়ে দ্যায় সবাইকে
নিয়ে যায় হিমাচল, নীলিগিরি
নায়েগ্রা, নীলাচল
অচেনা-অজানা দারুণ দিগন্তে
নদী মৃতকে দ্যায় জীবন
মূককে দ্যায় প্রাণোচ্ছল
নির্ঝঞ্ঝাট, সন্ধ্যার ষড়ৈশ্বর্যে
সাবলীল-সুন্দর ভাষা।
আমাকে বারবার কাঁদিয়েছে নদী
বঞ্চিত করেছে তাবৎ ঐশ^র্য
ভালোবাসা ও নুনের হাটবাজার থেকে;
বিমূর্ত রসায়নে ফেটে যায় এই দেহ
আমি কেঁদে কেঁদে রাত্রিরে বর্ষার
পিরামিড অথবা তাজমহল হয়ে যাই,
যেনো কষ্টের পাহাড় গলে ঝলসে ওঠে আগুন।
নদী দেখলেই তোমাকে মনে পড়ে
উজানের আছাড়িপিছাড়ি তমস্যায়
তুমি নদী হয়ে গ্যাছো...