Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

হেরার জ্যোতি

জসীম উদ্দীন মুহম্মদ

প্রকাশিত: ২১:৩৩, ৯ অক্টোবর ২০২১

হেরার জ্যোতি

হেরা থেকে যে জ্যোতির জ্যোতির্ময় বিচ্ছুরণ 
সে জ্যোতির কথা ঘটা করে কিছু বলতে হয় না
সে আপনি ছড়িয়ে যায়...আন্দোলিত করে ক্ষণ! 

মৃত্তিকা নীরবে চেয়েছিলো..  গোনছিলো দিন 
ঝিরিঝিরি বাতাসে হাসছিলো গাছের পাতা 
মেঘেরা মেলে দিয়েছিলো হাজার বাহারি ছাতা
কলম সেও কম যায়নি...সে জ্যোতির আবির্ভাবে
প্রশংসার ফুলঝুরিতে ভরে ফেললো খাতা!

ভেসে গেলো সকল অজ্ঞতা, বিধ্বস্ত হলো কাল
জাহেলিয়াতের জন্মভূমিতে দেখ সূর্য উঠেছে লাল
উম্মী নবীর পদস্পর্শে কালিমামুক্ত হল ধরাতল
সেই পদতলে পিষ্ট হয়ে.. বাতিল গেলো রসাতল.! 

আছ যত পাপী-তাপী হেরার জ্যোতিতে হও ভাস্মর
এ জগৎ খেল-তামাশার খেলাঘর.. কেবলই নশ্বর।। 

সংবাদটি শেয়ার করুনঃ