Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আফসোসের বাজার 

জাকির আবু জাফর

প্রকাশিত: ০০:১৭, ২০ সেপ্টেম্বর ২০২১

আফসোসের বাজার 

তিনিও আধুনিক ঘুষভোজী ডিজিটাল কারিগর  অপসম্পদ-ভোগীদের গুপ্ত দোকানী
অকাতর যৌবন খরচকারীরাই তার খদ্দের 
মানুষের চোখ থেকে দৃষ্টি তুলে বসাতেন ক্ষমতার জলসা

এখন শরীরে বার্ধক্যের দাঁত কাটে জীর্ণতার রেখা
 তিনি আফসোসগুলো জমিয়ে দেখেন-
কীভাবে অঙ্গ থেকে মুছে গেছে যৌবনের রঙ
কোন পথে উড়ে গেলো ক্ষমতার পাখি

ভাবেন- কই সেই তারুণ্যের মখমল দীপ্তি  
যে তারুণ্য উদ্দীপ্ত উল্লাসের প্রবল উদগম 
যা অকারণ মুহূর্মুহু বাজি রাখার বীজ 
এখন শুধুই হতাশন শুধুই দীর্ঘশ্বাসের জ্বর 
কটি দীর্ঘশ্বাসে প্রস্তুত হয় জীবনের সমাপ্তি! 

মানুষেরা বৃদ্ধ হলে আফসোস বৃক্ষটি উঁচু হয় বেশ! 
ডালে ডালে হারানোর বিষাদ মাতম
এই পথে সবই হারায় একদিন 
হারিয়েও জীবনকে উর্ধে তোলার পিপাসা
তীব্রতর মানুষের

সময়কে সময়ের কাছে বিক্রির নমুনা অহরহ 
যারা ভবিষ্যৎ বিক্রি করে সামান্য ভোগায়োজনে
বিশ্বাস বিক্রিতে তারাই পারঙ্গম 

মানুষের দীর্ঘশ্বাসগুলো নিলামে তোলার কেউকি আছেন! 

একদিন বসবে আফসোসের অন্তহীন বাজার
সমস্ত কর্মের দাগও সচিত্র হবে সেদিন 
প্রকাশ্যতায় জ্বলজ্বল হবে সমস্ত গোপন 
চোখ থেকে চোখ, মুখ থেকে মুখ, মা থেকে সন্তান 
এবং পুত্র থেকে পিতার পলায়ন কি নির্মম! 
সেদিন নিজের হাত চিবিয়ে নিজেই খাবে সহসা
নিজেকে ধিক্কার  দিয়ে বলবে - 
হায় আফসোস!  হায় আফসোস!

সংবাদটি শেয়ার করুনঃ