Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কাকতাড়ুয়া

সায়ীদ আবুবকর 

প্রকাশিত: ০০:০৭, ২০ সেপ্টেম্বর ২০২১

কাকতাড়ুয়া

তার তো কোনো হাত ছিলো না
কিন্তু ছিলো জামার দুটি হাতা
বাতাস লেগে নড়তো যখন
মনে হতো শুকনো কলার পাতা।

তার তো কোনো পা ছিলো না
কিন্তু মোটেই যেতো না তা ধরা
ঢিলেঢালা পায়জামা এক
সারাক্ষণই থাকতো যে তার পরা।

কোথায় গেছে মাথা যে তার,
কেউ জানে না, কোন সে ভূতের বাড়ি
মাথার বদ্লে ঘাড়ের উপর
উপুড় করা থাকতো একটা হাঁড়ি।
 
দূর থেকে তা দেখে দেখে
চড়ুই টিয়ে ফিঙে শালিক কাক
বলতো, এ কোন দানব, বাবা!
ততই তারা হতো হতবাক।
 
সাহস কারো হতো না আর
শস্যখেতের ত্রিসীমানায় ঢোকে
ফেলফেলিয়ে দেখতো সবাই
পাগল করা সোনালি শস্যকে।

সংবাদটি শেয়ার করুনঃ