Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

শোকও থমকে থাকে শোকে

তমিজ উদ্‌দীন লোদী  

প্রকাশিত: ২২:১৮, ২০ আগস্ট ২০২১

শোকও থমকে থাকে শোকে

কোনো কোনো শোক খুব আলাদা ধরণের হয়  
পূর্বাপর কোনো শোকের সাথেই মেলে না তা।
কতখানি স্তব্ধতা সেদিন থম ধরে ছিল বাড়ি ও সিঁড়িতে 
তা কেবল সময়েই স্থিত- 
শুধু জানি শোকের নৈঃশব্দ্য থেকে প্রায়ান্ধকার একটি
নক্ষত্র উড়ে গিয়েছিল সেদিন।  

এভাবে কিছু কিছু অপার্থিব তবু নৈশব্দের ভাষায় কথা বলে।
শূন্যতার পারম্পর্য গাঁথে । নিরালম্ব কিছু কোলাহল স্থিতি পায়।
বিহ্বলতা কিংবা ভয়াবহ কোনো থমথম বিষণ্ণ বিকেলের মতো
থম ধরে থাকে।

মেঘের স্তব্ধতার মতো কিছু স্তব্ধতা লেপ্টে থাকে মরাটে আলোর মতো
অদৃশ্য কিংবা বিমূর্ত কোনো দেয়ালে। 

শোকও থমকে থাকে অব্যক্ত, কোনো এক শোকাচ্ছন্ন শোকে।

সংবাদটি শেয়ার করুনঃ