আজ ভোরে পাখি গায়
শোকে গায় গান
দেশ জুড়ে শোক গানে
বয় শোক বান।
মনে পড়ে খুব মনে
নেতা খুন হয়
নিঝঝুম দিকে দিকে
বাড়ে মনে ভয়।
এই দিনে পণ হোক
গড়ি প্রিয় দেশ
সংগ্রাম যে করে নেতা
আসে বাংলাদেশ।
জয় বাংলা জয় কন্ঠে
বঙ্গবন্ধু বুকে
আগস্টের এই দিন
যায় শোকে দুখে।