Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মৃদুভাষণ

মুহাম্মদ ফয়জুল হক

প্রকাশিত: ২০:২৭, ৬ আগস্ট ২০২১

আপডেট: ১৪:০৯, ৭ আগস্ট ২০২১

মৃদুভাষণ

মৃদুভাষণ-১

কাঁদে শিশু নারী 
মানবতা কাঁদে যেন আজ
হয়ে পথচারী। 

জুলমাত কতদিন! 
গুমরে গুমরে চারিদিকে 
কাঁদে মুস্তাদআ'ফিন।

রক্তে ভেজা দিন 
ত্যাগ মহিমায় জন্ম নেবে
মুক্ত ফিলিস্তিন।
 
সন্ত্রাস করতে মানা 
দেশে দেশে রাষ্ট্রীয় সন্ত্রাস
সব মোড়লের জানা।

মৃদুভাষণ-২

একচোখা নয় তবু 
দেমাগে মেজাজে অবিকল 
দাজ্জালের ছাও
ভাগ করো 
আলো 
অন্ধকার;

জেনিনে করিলে পান লোহিত সাগর।

খাঁচাবন্দি পাখি এক
ডানা ঝাপটায় মুক্তির আশায় 
আজও স্বীকৃত নয় যার — মুক্তির সনদ ;

পৃথিবীর চৌকিদার গড়ে যত নিন্দার পাহাড়।

ফুঁসো তুমি কার জোরে  
নীলনদ ডাকিছে তোমায়
সাথে রবে আরক্ষায় বেঁধেছে কোমর যারা ;

মুসার দলের লোক পার হবে মাটির ছোঁয়ায়।

সংবাদটি শেয়ার করুনঃ