Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

পূর্বপুরুষেরা 

শাকিল কালাম

প্রকাশিত: ১৯:৫১, ৬ আগস্ট ২০২১

আপডেট: ১৪:০৫, ৭ আগস্ট ২০২১

পূর্বপুরুষেরা 

দেশমাতৃকার কপালে আজ বাদামি ভাজ পষ্ট দেখা যায়,
সূর্য সন্তানেরা তাঁর মাথায় লাল-সবুজের মুকুট পরিয়েছে।
যদি তারা উত্তরাধিকারদের জিজ্ঞেস করে, কেনো তাঁরা জীবন দিলো! যুদ্ধ করলো! মাবোন কেনো ইজ্জত দিলো? কী জবাব দেবো আমরা? তাঁরা যদি বলে, আমরা তো, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম লড়াই করেছি।

অন্যায়, অবিচার, শোষণ, জুলুম-নির্যাতন, বেকারত্ব দূর, গণতন্ত্র আর বাক-স্বাধীনতার জন্য প্রাণ বিলিয়ে দিয়েছি। 

সেগুলো কেনো আবার শতগুণে বৃদ্ধি পেয়ে ফিরে এলো!
গুম, খুন, ধর্ষণ, দুর্নীতি আর লুটপাট সংস্কৃতি ফিরে এলো!
মা, তোমার কাছে এসব প্রশ্নের কোন সদুত্তর আছে কী?
হে পিতা, হে জননী, আমরা তোমাদের অভাগা সন্তান ---
আমরা, আমাদের পিতৃপুরুষদের সম্মান রাখতে পারিনি?
যাদের রক্তের মহিমায় আমরা মহিমান্বিত ও গৌরবান্বিত,
আমরা কিন্তু সে শহীদ বীরদের বারবার কলঙ্কিত করছি।

সংবাদটি শেয়ার করুনঃ