Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

অমল ধবল প্রাণবাসনা

তমিজ উদ্‌দীন লোদী

প্রকাশিত: ১৯:২৪, ৬ আগস্ট ২০২১

আপডেট: ১৪:০৪, ৭ আগস্ট ২০২১

অমল ধবল প্রাণবাসনা

বাড়ি যাবার এই তাড়না

আমি এখন যাত্রাপথে 

উড়ছে বেলুন উড়ছে হাউই

তুমি যাচ্ছো কোন সে রথে ?

 

আমার পথে শিয়ালকাঁটা

নিষ্ঠীবন আর ধুতরাপাতা

ঘূর্ণিপাকে উড়ছে ধুলো

কন্টকিত শিকল পাতা ।

 

তবুও দেখি পাতার বিভা

সবুজ যেন চিত্রে আঁকা

বুনো ফুলের মাথায় বসে

প্রজাপতির রঙিন পাখা ।

 

মানুষগুলো মরেও বাঁচে

খড়গ যেন ঘাড়ের কাছে

শোকের মাঝে সুখের হাসি 

ঝুলছে বেবাক গাছে গাছে ।

 

তীব্র হয়ে বাজছে তবু

বাড়ি যাবার এই তাড়না

ফুল্ল হয়ে ঝুলুক তবে

অমল ধবল প্রাণ বাসনা ।

সংবাদটি শেয়ার করুনঃ