Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বাংলাদেশি-আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগ

বর্ণিল আয়োজনে বই প্রকাশনা উৎসব

অভিক আহসান

প্রকাশিত: ০৯:১৩, ২৯ জুন ২০২১

আপডেট: ০৯:১৩, ২৯ জুন ২০২১

বর্ণিল আয়োজনে বই প্রকাশনা উৎসব

বই প্রকাশনী উৎসবে অতিথিরা

বাংলাদেশি-আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয়ে গেল ৩ টি বই’র প্রকাশনা উৎসব। বইগুলো হলো- আহবাব চৌধুরী খোকনের ভ্রমণ কাহিনী ‘জিরো পয়েন্ট’ এবং সারওয়ার চৌধুরীর গল্পগ্রন্থ ‘কাঙাল ভালোবাসা’ ও প্রবন্ধ গ্রন্থ ‘বোহেমিয়ান ভাবনা’। 

গত ২৭ জুন ব্রঙ্কসের এশিয়ান পার্টি হলে বর্ণিল আয়োজনে চলে প্রকাশনা উৎসব। প্রকাশনা উদযাপন কমিটির আহবায়ক কবি শাহ বদরুজ্জামান রুহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব কবি হাবিব ফয়েজি অনুষ্ঠানটির সঞ্চালনা করেন। বই তিনটির মোড়ক উন্মোচন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু, মূলধারার রাজনীতিবিদ মোহাম্মদ এম মজুমদার, লেখক ও শিক্ষানুরাগী সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, সমাজকর্মী লোকমান হোসেন লুকু।

মোড়ক উন্মোচন শেষে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উৎসবের প্রধান সমন্বয়কারী কবি মাকসুদা আহমদ। বইয়ের ওপর আলোচনায় অংশ নেন বিশিষ্ট লেখক ও কবি এ বি এম সালাহ উদ্দিন, কবি শিউল মনজুর, কবি সোনিয়া কাদির, লেখক ও সংগঠক মোশাররফ হোসেন, অধ্যাপক আমিনুর হক চুন্নু ও কবি নাসরিন চৌধুরী। 

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি প্রাক্তন সভাপতি আজমল হোসেন কুনু, বাংলাদেশ সোসাইটি সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকি, জালালাবাদ এসোসিয়েশন সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির প্রাক্তন সভাপতি সোহান আহমদ টুটুল, জিরো পয়েন্ট বইয়ের লেখক আহবাব চৌধুরী খোকন, কাঙ্গাল ভালোবাসা ও বোহেমিয়ান ভাবনার লেখক সারওয়ার চৌধুরী, আহবাব চৌধুরী খোকনের কন্যা রাইদা মোজাহিদ চৌধুরী, সারওয়ার চৌধুরীর সহধর্মিনী সালমা চৌধুরী ও ছেলে সাজিদ চৌধুরী, কবি পলি শাহিনা, সাংবাদিক এমদাদ চৌধুরী দিপু প্রমুখ। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, সিপিএ জাকির চৌধুরী, বাংলাদেশ সোসাইটির কার্যকরী সদস্য মাহবুব উদ্দিন মাহবুব, বাকা সহ সভাপতি লোকমান হোসেন লুকু, মোহাম্মদ সাদি মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির শামীম, শাহ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম ডি আলাউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোমিত তানিম, প্রচার সম্পাদক সোহেল আহমদ, কার্যকরী সদস্য মোহাম্মদ করিম রনি, কমিউনিটি এক্টিভিস্ট রেজা আব্দুলাহ, মনজুর চৌধুরী জগলু, বশীর আহমেদ, মাহবুব খান সেবুল, জালাল চৌধুরী, জুসেফ চৌধুরী, রোকন হাকিম, মান্না মুনতাসির সহ কমিউনিটির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুনঃ