ওগো দয়াময় নাশীদ পোস্টার
যেকোন সময় আসছে ইকবাল হোসাইন জীবনের ওগো দয়াময় ওগো মহা মহীম একক্লুসিভ নাশীদ। মিউজিক কম্পোজিশনে পারভেজ জুয়েল, লিরিক্স ও টিউনে ফারজানা বিনতে ফারহাত, কসটিউম ডিজাইনে মারজিয়া ইকবাল। নাশিদটির মিডিয়া পার্টনার আইটিভি ইউএসএ, জিএফএক্স-সাদ আল আমীন, প্রডিউসার এলান রেকর্ড এবং পরিচালনায় রয়েছেন এইচ আল হাদি।