ফিলিস্তিনি শিশু চোখের
অবিরত কান্নায়;
ভাসছে গাজা চোখের জলে
তাজা খুনের বন্যায়!
গাজাতে নেই জীবন নামের
হাসি খুশির ছন্দ,
বধির বোবা মানবতার
দিল বেরহম অন্ধ!
খুনমাখা এই গাজার শিশুর
কী অপরাধ অন্যায়?
প্রশ্ন করে অবোধ মেয়ে
আমার শিশু কন্যায়!
গাজার শিশু তোমার শিশু
গাজার শিশু আমার,
বুক কাঁপে না শিশুর জন্য
কোন সে পাষাণ বাবার?