Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কবিতা নয়, ঘৃণা

মামুন সুলতান

প্রকাশিত: ২০:৪৩, ১৭ জুন ২০২১

কবিতা নয়, ঘৃণা

ঈগলের উড়ন্ত ডানায় রাখি ঘৃণার মিসাইল 
থুথুর মাইন ছেড়ে দিই বাতাস-বহরে
ক্ষেপণাস্ত্রের গতিতে ছুটে যাক ইসরাইল সীমান্তে

অবাক পৃথিবী জুড়ে ঘৃণা জমে আছে- জমুক
ঘৃণায় কাঁপে না জানি পাষাণের বুক
থুথুর ছিটায় নিভে যাবে না দূরপাল্লার জ্বলন্ত বারুদ
তবু ঘৃণা ছড়িয়ে পড়ুক দখলদারি জান্তার ডেরায়

মানুষ মারার দেশে হায়েনা-উচ্ছ্বাস দেখে 
হু হু করে কেঁদে ওঠে নিরীহ নদী পাখি অরণ্য
শস্য বিনাশের মত মানুষ মারছে ইসরাইল

গাজার আর্তনাদ কী করুণ! শিশুর কান্নায় ভারি...
শিশুদের হত্যা করে নারীকে আহত করে
রক্তে তৈরি ভিটা কোনোদিন স্থায়ী হবে না
জেনে রাখো ইজরাইল তোমার আণবিক চুল্লিতে
আত্মঘাতী আগুন জ্বলবে জ্বলতেই হবে; জ্বলবেই।

সংবাদটি শেয়ার করুনঃ