
চারশো কোটি চোখ আর চারশো কোটি হাতের সামনে এক কোটি বিশ লক্ষ মানুষ তেমন বৃহৎ সংখ্যা নয়। কিন্তু অন্যায় মৃত্যু প্রশ্নে এক নয় ক্ষুদ্র সংখ্যা কোন। অথচ এক এক করে অন্যায়ভাবে ইহুদিরা গ্রাস করেছে শত শত ফিলিস্তিনি জীবন!
কপালপোড়া মুসলমান পারেনি এক হতে আজো! সাড়ে তিনশো কোটি খৃষ্টান ভাবেনি এটি জঘন্য অন্যায়। যে যাযাবরগুলো জার্মানিসহ বহুদেশ থেকে ফিলিস্তিনে নিয়েছিল আশ্রয় , আজ তারা বর্বর হত্যাকারী দখলদার শাসক!
জাতিসংঘ নামধারী পূজাসংঘ - সে তো শক্তের ভক্ত নরমের যম। অমন আধুনিক পৃথিবীতে আমাদের জীবন, জীবিকা, তাবৎ অস্তিত্ব!
শক্তি সঞ্চয় করো হামাস। হা করা নীল তিমিদের পেটে যাবার আগে। আল্লাহ যেন তোমাদের সহায় হোন।