
হার্মাদ গুলি করে নামাজে
বয়কট করো তারে সমাজে
গুলি করে মারে যেনো পাখি
হায় বিশ্ব বিবেক দেখো রয় তাকি!
হার্মাদ বুঝে নাকো ধর্ম
ধ্বংস করাই তার কর্ম
অতি বাড় বেড়ে গেছে হার্মাদ
দাও করে একেবারে বরবাদ
দিয়েছিল তাদেরে আশ্রয়
জায়গা দিয়ে হলো নিরাশ্রয়!