Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

অগ্নিদগ্ধ আরও তিনজন

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৭, ৫ অক্টোবর ২০২১

অগ্নিদগ্ধ আরও তিনজন

নিউ ইয়র্কে বাড়িতে আগুনে বাংলাদেশি শিশুর মৃত্যু, অগ্নিদগ্ধ আরও তিনজন।
নিউ ইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি শিশু মারা গেছেন।

অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভাই-নানা-নানী।  তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে বাংলাদেশি একটি পরিবারের নবম গ্রেডের ছাত্রী রিফাত আরা আলী (১৩) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।

তার একমাত্র ভাই রাইম সাদমান জিম (১৭) হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। দগ্ধ হয়েছেন তাদের নানা শামসুল হক (৮২)। তবে নানী দিল আফরোজ (৭১) অগ্নিদগ্ধ না হলেও প্রচণ্ড ধোঁয়ায় জ্ঞান হারিয়েছেন বলে জানা গেছে।
নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কন্সাল জেনারেল এস এম নাজমুল হাসান জানিয়েছেন, অগ্নিদগ্ধ তিনজনকেই নাসাউ ইউনিভার্সিটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। তিনি ভিকটিম পরিবারের খোঁজ-খবর রাখছেন। নিহত এবং অগ্নিদগ্ধরা যুক্তরাষ্ট্রের গ্রীণকার্ডধারী বলে তিনি জানিয়েছেন।


নাসাউ কাউন্টির চীফ ফায়ার মার্শাল মাইকেল উত্তারো জানান, গত ২ অক্টোবর স্থানীয় সময় ভোর পৌণে ৬টায় অগ্নিকান্ডের খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা মোহাম্মদ আলীর বাসায় (১৪৯৮, Marshall Street, Elmont, NY 11003) যান। ঘটনাস্থলে পৌছে দমকল কর্মীরা দেখতে পান যে, আগুনের লেলিহান শিখা দাউ দাউ করছে।

বাসার ভেতরে আটকে রয়েছেন এক শিশু, এক টিনেজার, প্রবীণ দুই ব্যক্তি। আগুন লাগার সংবাদ পেয়ে কিছুক্ষণের মধ্যে নিকটবর্তী ফ্রাঙ্কলীন স্কোয়ার, ফ্লোরাল পার্ক, সাউথ ফ্লোরাল পার্ক, স্টিয়ার্ট ম্যানোর, লরেন্স, সিডারহার্স্ট, ভ্যালি স্ট্রিম, হিউলেট, লেইকভিউ, ম্যালভার্ন এবং মিনিয়লাস্থ স্বেচ্ছাসেবকরা অ্যাম্বুলেন্স ও পানিবাহী গাড়িসহ জড়ো হয়।


পরে হেলিকপ্টার টহল দেয় বিশেষ প্রয়োজন মেটাতে। অর্থাৎ পুরো এলাকার মানুষেরা সন্ত্রস্ত হয়ে উঠেন। গুরুতর অবস্থায় রিফাত, জিম, শামসুল হক এবং দিল আফরোজকে জ্বলন্ত বাসার ভেতর থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। ৩ অক্টোবর বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাত।


 চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ