Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মোটিভেশনাল মানডে

স্বামীকে অবশ্যই দেনমোহরের অর্থ পুর্ণ পরিশোধ করতে হবে - আব্দুল হাকিম আজাদী

তানজিদা মেহের

প্রকাশিত: ০১:৩৫, ১৯ জুন ২০২১

আপডেট: ০২:২২, ১৯ জুন ২০২১

স্বামীকে অবশ্যই দেনমোহরের অর্থ পুর্ণ পরিশোধ করতে হবে - আব্দুল হাকিম আজাদী

চ্যানেল ৭৮৬ এর আয়োজন মোটিভেশনাল মানডে

কমিউনিটি নিউজ নেটওয়ার্ক চ্যানেল ৭৮৬ এর সাপ্তাহিক আয়োজন মোটিভেশনাল মানডে তে আমন্ত্রিত অতিথি হিসেবে যুক্ত ছিলেন মসজিদ-উল মুমেনিন এর সম্মানিত ইমাম ও খতিব আব্দুল হাকিম আজাদী। আরিয়ানের সঞ্চালনায় "ইসলামে স্বামী -স্ত্রীর অধিকার ও দায়িত্ব " সম্পর্কে আলোচনা করেছেন তিনি।

আরিয়ানঃ আসসালামু আলাইকুম।আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন মোটিভেশনাল মানডে তে।

খতিব আব্দুল হাকিম আজাদীঃ ওয়ালাইকুম আসসালাম।আপনাকে ধন্যবাদ।

আরিয়ানঃ বিয়ের ক্ষেত্রে ইসলাম ধর্মে একজন পুরুষের জন্য নারীর কোন কোন বিষয় সম্পর্কে অবগত হওয়া প্রয়োজন?

 খতিব আব্দুল হাকিম আজাদীঃ হাদীসে উল্লেখিত রয়েছে নারীর ধন-সম্পদ,বংশ,দীনদার এর বিষয় মাথায় রেখেই একজন পুরুষের বিয়ে করা উচিত।তবে সবচাইতে বেশি গুরুত্ব দেয়া হয়েছে নারীর ধর্মীয় বিধিনিষেধ মেনে চলা ব্যাপারে।

আরিয়ানঃ বিয়ের ক্ষেত্রে একজন নারীর কোন কোন বিষয় লক্ষ্য রাখা উচিত পুরুষদের ব্যাপারে?

 খতিব আব্দুল হাকিম আজাদীঃ অনেকগুলো বিষয় দেখে অবশ্যই একজন নারী একজন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধিত হবে।পুরুষ দীনদার কিনা,স্ত্রীকে ভরণ -পোষণের মত অর্থনৈতিক সাবলম্বী কিনা।নারীকে পর্দায় রাখার ব্যাপারে সচেতন কিনা, দেনমোহর পরিশোধের সামর্থ্য আছে কিনা ইত্যাদি অনেক বিষয়ে পুর্ণ ধারণা রেখেই একজন নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত।

আরিয়ানঃ দেনমোহরের টাকা আমরা দেখি অনেক ক্ষেত্রেই বকেয়া রাখা হয়।ইসলাম ধর্মে এ  বিষয়ে কী বলা রয়েছে?

 খতিব আব্দুল হাকিম আজাদীঃ এটা খুব ই দুঃখ জনক ব্যাপার।স্বামীকে অবশ্যই দেনমোহরের অর্থ পুর্ণ পরিশোধ করতে হবে। এটা বকেয়া রাখার সুযোগ নেই।সেজন্যই কিন্তু পুরুষকে অবশ্যই তার সামর্থ্য অনুযায়ী দেনমোহর নির্ধারণ করা উচিত।রাসুলুল্লাহ (সঃ) এর সময়ে একজন সাহাবীর দেনমোহর হিসেবে দেয়ার মতো কিছুই ছিলোনা।নবী করিম (সঃ) তাকে অবশেষে বলেন"তুমি তাকে পবিত্র কুরআন শিখিয়ে দেবে"দেনমোহর হিসেবে।সুতরাং এই হাদীস থেকে স্পষ্ট বোঝা যায় যায় দেনমোহর পরিশোধ করা অবশ্য কর্তব্য।

আরিয়ানঃ ইসলামে একজন স্বামীর প্রতি স্ত্রীর কী কী অধিকার  ও কর্তব্য রয়েছে?

খতিব আব্দুল হাকিম আজাদীঃ একজন পুরুষের জন্য নারী মানসিক ও শারীরিক তৃপ্তি ও জীবন চলার পথের প্রেরণা।তাই একজন স্বামীর প্রতি স্ত্রীর পুর্ণ অধিকার রয়েছে।আর যদি কর্তব্যের বিষয়ে বলেন,তাহলে স্বামীর হালাল উপার্জন,সে কতটা তার স্ত্রীকে ভালোবাসে। স্বামীর সাথে সদাচারী হওয়া।মন-প্রাণ উজার করে ভালোবাস।দুজনের প্রতি দুজনের বিশস্ত হওয়া,মানবিক হওয়া,কাজ ভাগ করে নেয়া,ধর্মীয় বিধান মেনে চলা,সেবা করা,মানসিক সাপোর্ট দেয়া,স্বামীর ইচ্ছার বিরুদ্ধে না চলা ইত্যাদি।

আরিয়ানঃ ইসলামে একজন স্ত্রীর প্রতি স্বামীর কী কী অধিকার ও দায়িত্ব রয়েছে?

খতিব আব্দুল হাকিম আজাদীঃ একজন নেকনার স্ত্রী একজন ঈমানদার ব্যক্তির জন্য সবচেয়ে বড় উপহার।স্ত্রীর প্রতি একজন স্বামীর রয়েছে অপরিসীম দায়িত্ব। স্ত্রীর ইবাদত থেকে শুরু করে পর্দা সকল কিছুর জন্যই পুরুষকে জবাবদিহি করতে হবে। তাই স্ত্রীর ক্ষেত্রে একজন পুরুষের সর্বাধিক সচেতন হওয়া উচিত।স্ত্রীর সকল হক আদায় করতে হবে।ন্যায্য অধিকার দিতে হবে স্ত্রীকে।স্ত্রীর সকল চাহিদা পূরণ করা স্বামীর দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে।

আরিয়ানঃ ইসলামে স্বামী-স্ত্রী উভয়ের  প্রতি কি নির্দেশনা দেয়া হয়েছে?

খতিব আব্দুল হাকিম আজাদীঃ দু'জনের প্রতি উভয়ের আস্থা ও বিশস্ততা থাকতে হবে।সম্মান ও শ্রদ্ধাবোধ থাকতে হবে।ভালোবাসা থাকতে হবে।নিজেদের মধ্যে সমস্যা হলো নিজেরা আলোচনা করে সমাধান করবে।সর্বোপরি ধর্মীয় বিধিনিষেধ মেনে চলতে হবে।তাহলেই পারিবারিক  বা দাম্পত্য জীবন সুখের হবে।

আরিয়ানঃ আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর আলোচনা করার জন্য আর আমাদের সময় দেয়ার জন্য।

সংবাদটি শেয়ার করুনঃ