
নিউইয়র্কের জনপ্রিয় কমিউনিটি নিউজ নেটওয়ার্ক চ্যানেল-৭৮৬ এর নিয়মিত আয়োজন ‘নিউইয়র্ক ডায়েরি’র সাপ্তাহিক শিল্প-সাহিত্যের আয়োজনে অতিথি হিসেবে ছিলেন লেখক ও কবি কাজী জহিরুল ইসলাম। সমসাময়িক নানা বিষয়ে কথা বলেছেন কথা বলেছেন তিনি। সঙ্গে ছিলেন আরজে মোহনা।
আগামী ২২ জুন নিউইয়র্ক সিটি নির্বাচন। কেমন দেখছেন সবকিছু?
আমেরিকার রাজনীতি অনেক বেশি কমপ্লিকেটেড। আসন্ন ২২ তারিখে যেটা হবে সেটা চূড়ান্ত নির্বাচন নয়, প্রাইমারি। এর ফাইনাল হবে নভেম্বরে। এবার ৫১ আসনের মধ্যে মাত্র ২টিতে রিপাবলিকান প্রার্থী আছেন। তাও একের অধিক নয়। তাই তারা হয়তো এই নির্বাচন ছাড়াই সরাসরি নভেম্বরের নির্বাচনে যাবেন।
রাজনীতি শব্দটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন?
এর তো অনেক রকমের ব্যাখ্যা করা যায়। তবে মোটাদাগে বলতে চাই- রাজ্যের মানুষের ভালোর জন্য, সুবিধার জন্য যে নীতিমালা থাকে, সেটাই রাজ্যের নীতি বা রাজনীতি।
বাংলাদেশি প্রার্থীদের সম্ভাবনা কেমন দেখছেন?
আমরা বাংলাদেশিরা কিছুটা অসুস্থ রাজনৈতিক চিন্তাভাবনা নিয়ে থাকি। এখানে সব মিলিয়ে ৫টি ডিস্ট্রিক্টে বাঙালি প্রার্থী আছে। তাও এক জন নয়, একাধিক। একেতো এটা আমাদের দেশ নয়, সংখ্যায় আমরা কম, তারওপর যদি এতজন প্রার্থী হয়, তাহলে কীভাবে হবে! তারা একতাবদ্ধ হয়ে একজন প্রার্থীকে দাঁড় করাতেন তাহলে সম্ভাবনা বেশি থাকতো। তারপরও আমরা আশাবাদী।
যারা ভোট দিতে অনীহা দেখায়, তাদের উদ্দেশে কী বলবেন?
একটা ভোট মানে একটা ভয়েস। অনেকেই মনে করেন, অমুক প্রার্থী তো এমনিতেই হবেন না তাই তারা ভোটটাই দেন না। এভাবেই তারা তাদের প্রার্থীকে হারিয়ে দেয়। তাই বলবো, ভোটটা অনেক বেশি মূল্যবান। এটা বিনা কারণে নষ্ট করবেন না।
বসবাসের অযোগ্য শহর হিসেবে ঢাকা ৪র্থ স্থানে রয়েছে। এর কারণ কী হতে পারে?
একটা শহর তো অবশ্যই একটা কারণে বসবাসের অযোগ্য হয়ে ওঠে না। অনেকগুলো কারণে এমনটা হয়ে থাকে। মানুষের অপারগতা, পরিবেশের বিপর্যয়, অস্বাস্থ্যকর অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, জীবনযাত্রার মান, সেই শহরে বসবাসরত মানুষের চারিত্রিক অবক্ষয়- সব মিলিয়েই একটা শহর ধীরে ধীরে বসবাসের অযোগ্য হয়ে ওঠে।
এর প্রতিকার কী?
এজন্য অবশ্যই সরকার এবং জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সরকার শুধু আইন প্রণয়ন করলেই হবে না, জনগণকে সেটা মানতে হবে। আবার সরকারের উচিৎ সেই আইন অমান্য করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। মানুষের নিজের ভালোটা বুঝতে শিখতে হবে। এজন্য জনসচেতনতা তৈরি করতে হবে। আবার অল্প সংখ্যক মানুষের মধ্যে এই ব্যাপারটার উদ্রেক ঘটলে হবে না, একটা বড় সংখ্যক মানুষের মধ্যে এই জাগরণ হওয়া চাই।