Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

‘চ্যানেল-৭৮৬ এর কর্মযজ্ঞ যেন আল্লাহ কবুল করেন’

সাইদ রহমান

প্রকাশিত: ০০:৫৮, ১০ জুন ২০২১

‘চ্যানেল-৭৮৬ এর কর্মযজ্ঞ যেন আল্লাহ কবুল করেন’

চ্যানেল ৭৮৬ এর নিয়মিত আয়োজন ‘নিউইয়র্ক ডায়েরি’তে আমন্ত্রিত অতিথি হিসেবে যুক্ত ছিলেন মসজিদ আত তাওহিদ-এর সম্মানিত ইমাম ও খতিব মাওলানা ফখরুল ইসলাম আলমগীর। ধর্মের নানা বিধান নিয়ে তিনি কথা বলেছেন আরজে আরিয়ানের সঙ্গে-

রমজানের পরবর্তী সময়ে অনেকের ইবাদতে ঘাটতি দেখা যায়। এর কারণ ও প্রতিকার কী?
পবিত্র রমজানের জন্য আমরা প্রতিটি মুসলিম অপেক্ষা করে থাকি। কারণ এই মাসের বিশেষ গুরুত্ব ও ফযিলত রয়েছে। নবী করিম (সা.) বলেছেন, যারা রমজান মাস পেয়েও গুনাহ ক্ষমা করিয়ে নিতে পারলো না তাদের মতো হতভাগা আর নেই।’ সুতরাং, রমজানে মুসলমানরা অন্যান্য কাজ কমিয়ে দিয়ে ইবাদতে বেশি বেশি মশগুল থাকেন। আর এ কারণেই রমাজান শেষে ইবাদতে কিছু মানুষের ঘাটতি দেখা যায়। রমজান মাসের মতো আমেজ না পাওয়া এর একটা বড় কারণ।

অনেকেই রমজানে ইবাদতে ফিরে পরবর্তীতে সেটা ধরে রাখে...।
এটা সত্য। আমার মসজিদেও দেখি এমন অনেক মুসল্লি আছেন যারা রমজানে পরিপূর্ণ ইবাদতে ফিরে এসে এখনও সেটা ধরে রেখেছে।এখনো মসজিদে পাচ ওয়াক্ত সালাত আদায় করে নিয়মিত। সুতরাং বলা যায় রমজানে অনেকেই পরিবর্তন হয়ে সেটা ধরেও রেখেছে।

যারা রমজানের মতো ইবাদত ধরে রাখতে পারেনি, তাদের জন্য কী পরামর্শ?
যাদের এ রকম হয়েছে তাদের অবশ্যই আবারও মসজিদমুখী হওয়া দরকার। বাসায় নামাজ আদায়ের চেয়ে মসজিদে নামাজ আদায়ের অনেক বেশি তৃপ্তি। আল্লাহর ঘরের সাথে সম্পর্ক বাড়াতে হবে। এছাড়া সারা বছর ধওেন কেউ চাইলে প্রতি সোম ও বহস্পতিবার রোযা রাখতে পারেন, তাহলে দেখবেন রমজান মুবারকের একটা অনুভূতি কাজ করবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত ও হাদীস অধ্যয়ন করলে দেখবেন আবার ধীরে ধীরে পবিত রমজানের মতো ইবাদতে শান্তি ফিরে পাবেন।

অনেক অমুসলিম দেশে অনেক মুসলিম দেশের চেয়ে বেশি শান্তি বিরাজ করছে, এর কারণ কী? 
আপনার কথার সাথে আমিও একমত। দেখুন, আমেরিকাতেও মানুষ কতটা সততা নিয়ে বেঁচে আছে। সুদ, ঘুষ, দুর্নীতি, মিথ্যাচার, খাদ্যে ভেজাল, ওজনে কম ইত্যাদি নেই বললেই চলে। তথাকথিত মুসলিমদের চেয়ে এমন অমুসলিমই শ্রেয়। আপনি জানেন যারা ঈমান নিয়ে মারা যাবে তারা জান্নাতী। তবে যারা ঈমান নিয়ে মারা যাবে না, তবে দুনিয়াতে ভালো কাজ করছেন আল্লাহ তায়ালা কিন্তু এর পুরস্কার দুনিয়াতেই দেবেন। আমি অনুরোধ করি, যারা সুদ, ঘুষ বা এমন হারাম কাজে জড়িত, তারা নামধারী মুসলিম থেকে বেরিয়ে এসে এমন আচরণ-ব্যবহার করবেন যাতে অন্য ধর্মের মানুষও দেখে মুগ্ধ হয়।

অতি সম্প্রতি আমরা এফএম থেকে চ্যানেলে রুপান্তরিত হয়েছি। যদি কোনো মন্তব্য করতে চান...
আপনারা যা করছেন, মাশাআল্লাহ অত্যন্ত মানবকল্যাণমূলক কাজ। রমজানেও আপনাদের অনুষ্ঠানগুলো ছিলো আদর্শিক। এভাবে মানুষের কল্যাণে কাজ করার জন্য আল্লাহ তায়ালা যেন চ্যানেল-৭৮৬ এর এই কর্মযজ্ঞকে আরো সুন্দর ও প্রসারিত করে দেন, সেই দোয়া করি।

সংবাদটি শেয়ার করুনঃ