
২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের কিছু খেলা অনুষ্ঠিত হবে নিউইয়র্কে। ফিফার আন্তর্জাতিক গভর্নিং বডি গত ১৬ জুন সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। ঘোষণায় বলা হয়েছে, নিউইয়র্ক ও নিউজার্সি যৌথভাবে বিশ্বকাপ ফুটবলের কিছু খেলা হোস্ট করবে।
নিউইয়র্কের মেয়র এরিক এডামস ও নিউজার্সীর গভর্ণর ফিল মার্ফি যৌথভাবে আবেদন জানিয়েছিলেন বিশ্বের এই সেরা ক্রীড়া প্রতিযোগিতার জন্য তাদের শহরকে মনোনীত করতে। সেই অনুযায়ী নিউইয়কর্কে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার জন্য মনোনীত করা হয়েছে।
নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে এই খেলার আয়োজন করা হবে। ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের জন্য যুক্তরাষ্ট্রের মোট ১১টি শহরকে মনোনীত করা হয়েছে।
নিউইয়র্ক ছাড়া আরও রয়েছে- আটলান্টা, বস্টন, হিউস্টন, কানসাস সিটি, লস এঞ্জেলেস, মায়ামি, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো ও সিয়াটল। যুক্তরাষ্ট্র ছাড়াও মেক্সিকো ও কানাডার পাঁচটি শহরকেও এই প্রতিযোগিতার জন্য বেছে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে ১৯৯৪ সালের বিশ্বকাপ ফুটবল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।