
বাংলাদেশের গৌরব ও সম্মান বয়ে এনেছে নিউইয়র্ক প্রবাসী একদল তরুণ ফুটবল খেলোয়াড এবং তাদের ক্লাব এওয়াইএসএবি এফসি। এর পুরো অর্থ হলো- আমেরিকান ইউথ এন্ড স্টুডেন্টস এসোসিয়েশন ফর বাংলাদেশি ফুটবল ক্লাব।
দীর্ঘদিন ধরেই ক্লাবটি নিউইয়র্কসহ বিভিন্ন স্থানে ফুটবল টুর্ণামেন্টে অংশ নিচ্ছে এবং কৃতিত্বের স্বাক্ষর রেখে অনেক শিরোপাও অর্জন করেছে। তবে এবারের অর্জনটি যেন সবকিছুকে ছাড়িয়ে এক অন্য উচ্চতা ও সম্মানের আসনে নিয়ে গেছে।
ক্লাবটি সম্মানজনক ‘ইউনাইটেড প্রিমিয়ার সকার লিগে’ তালিকাভুক্ত হয়েছে। এই খুশির খবরটি এসেছে বাংলাদেশের বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছর পূর্তির দিনে।
এ উপলক্ষে ক্লাবের সাথে সংশ্লিষ্ট সবাইকে প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভ কামনা জানানো হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।