মারা গেছেন জার্মান ও বায়ার্ন মিউনিখ কিংবদন্তি গার্ড মুলার। ৭৫ বছর বয়সে আজ মারা গেছেন এই ফুটবল কিংবদন্তির। এক বিবৃতিতে মুলারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তাঁর সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখ।
নিজেদের ওয়েবসাইটে বায়ার্নের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ বায়ার্ন মিউনিখের পুরো দুনিয়া থমকে গেছে। জার্মানির হয়ে রেকর্ড শিরোপাজয়ী ও বায়ার্ন কিংবদন্তি আজ সকালে ৭৫ বছর বয়সে মারা গেছেন। মুলারের শোকে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বায়ার্ন সমর্থকেরা আজ শোকাহত।’
বায়ার্ন মিউনিখের হয়ে ৬০৭ ম্যাচে ৫৬৬ গোল করেছিলেন গার্ড মুলার। জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগায় তাঁর ৩৬৫ গোলের রেকর্ড টিকে ছিল চার দশক। লিগে হয়েছিলেন সাতবার সর্বোচ্চ গোলস্কোরার। জাতীয় দলের হয়ে ৬২ ম্যাচে করেছিলেন ৬৮ গোল। জার্মানির হয়ে জিতেছেন ১৯৭৪ বিশ্বকাপ। ১৯৭২ সালে জিতেছেন ইউরো।
মুলারের মৃত্যুতে শোক প্রকাশ করে বায়ার্ন প্রেসিডেন্ট হার্ভার্ট হেইনার বলেছেন, ‘বায়ার্ন ও তার সমর্থকের জন্য আজ একটি দুঃখের দিন। গার্ড মুলার না থাকলে বায়ার্ন মিউনিখ আজ এই পর্যায়ে আসতে পারত না। তাঁর নাম ও স্মৃতি চিরজীবন বেঁচে থাকবে।’
জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ও বায়ার্নের প্রধান নির্বাহী অলিভার কান বলেছেন, ‘মুলারের মৃত্যুর খবর আমাদের স্তব্ধ করে দিয়েছে। তিনি বায়ার্ন ইতিহাসের একজন কিংবদন্তি। একজন খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে বায়ার্নের উন্নয়নে মুলার যে অবদান রেখেছেন সেটা আর কেউ করে দেখাতে পারেনি। মুলার সারাজীবন আমাদের হৃদয়ে থাকবেন।’
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।