আজ রাত থেকে শুরু হতে যাচ্ছে ইউরোপের অন্যতম জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা। উদ্বোধনী ম্যাচে শক্তিশালী আর্সেনালের বিপক্ষে মাঠে নামছে তুলনামূলক কম শক্তিশালী ক্লাব ব্রেন্টফোর্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
লিগের গত মৌসুমে ৩৮ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে ছিল আর্সেনাল। অন্যদিকে দীর্ঘদিন পর ইংল্যান্ডের সর্বোচ্চ ঘরোয়া ফুটবল লিগে খেলার সুযোগ পেয়েছে ব্রেন্টফোর্ড।
চলতি মৌসুমের উদ্বোধনী ম্যাচে কে প্রথম জয়টা পেতে যাচ্ছে- সেটা দেখার অপেক্ষাতে রয়েছে ফুটবলপ্রেমীরা।
২০২০-২১ মৌসুমে ৩৮ ম্যাচে সর্বোচ্চ ৮৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। আর তৃতীয় স্থানে থাকা লিভারপুলের সংগ্রহ ছিল ৬৯ পয়েন্ট।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।