Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

স্পেনকে হারিয়ে অলিম্পিকে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ব্রাজিল

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত: ২০:৩৮, ৭ আগস্ট ২০২১

আপডেট: ০০:০৭, ৯ আগস্ট ২০২১

স্পেনকে হারিয়ে অলিম্পিকে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ব্রাজিল

স্পেনকে হারিয়ে আবার অলিম্পিক ফুটবলের সোনা জয় করলো ব্রাজিল। ২০০২ সালে ইয়োকোহামার এই নিশান স্টেডিয়ামেই জার্মানিকে হারিয়ে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিলেন রোনালদো-রোনালদিনহো-রিভালদোরা। সেই মাঠেই ১৯ বছর পর আজ দারুণ এক জয় তুলে নিয়েছে হলুদ জার্সিধারীরা। 

সোনা ধরে রাখার লক্ষ্যে খেলতে নেমে ইউরোপের দেশ স্পেনের কঠিন প্রতিরোধের মুখে পড়েছিল ব্রাজিলিয়ানরা। কিন্তু যে স্টেডিয়ামটি তাদের জন্য পয়মন্ত ভেন্যু, সেটা কীভাবে খালি হাতে ফিরিয়ে দেবে? বাস্তবে তাই হলো, তীব্র লড়াইয়ের পর হারলো ব্রাজিল।

নির্ধারতি ৯০ মিনিট ১-১ গোলে সমতা থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই দুর্দান্ত এক গোল করলেন ব্রাজিলের ম্যালকম। সেই গোলেই টোকিও অলিম্পিকের স্বর্ণ জয় নিশ্চিত হলো লাতিন আমেরিকার দেশটির। ২০১৬ সালের পর টানা দ্বিতীয়বার অলিম্পিকের স্বর্ণ জিতলো সেলেসাওরা।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ