
জার্মান নারী অ্যাথলেটরা
টোকিও অলিম্পিকে এবার ভিন্ন রকমের এক কাণ্ড ঘটনালেন জার্মানির নারী জিমন্যাস্টরা। নারীদের জিমন্যাস্টিকসে পোশাকের ক্ষেত্রে ইচ্ছের স্বাধীনতাকে তুলে ধরলেন তারা। বার্তা বার্তা দিলেন যৌনাবেদন সৃষ্টি করা পোশাকের বিপক্ষেও।
গত বৃহস্পতিবারও (২২ জুলাই) জার্মান দলের সারাহ ভোস, পলিন শেফার, এলিজাবেথ সিজ এবং কিম বুই অনুশীলন করেন। সেসময় দেখা যায় ইউনিটার্ড বা গলা থেকে পা পর্যন্ত আবৃত পোশাক পরেই অনুশীলনে করেছিলেন তারা।
অলিম্পিকে সাধারণত নারী জিমন্যাস্টদের পোশাকে আঁটসাঁট বিকিনিকাট পরিচিত দৃশ্য। তবে সেই রীতি এবার ভাঙলেন জার্মান নারীরা। তার বদলে এবার মনোকিনিকাট পোষাক ব্যবহার করেছেন তারা। খেলাধুলায় যৌনাবেদনের বিরোধিতায় বার্তা দিতে এমন উদ্যোগ বলেন জানায় জার্মান জিমন্যাস্টিকস ফেডারেশন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।